Home আঞ্চলিক খবর হবিগঞ্জে থাপ্পড়ের প্রতিশোধ নিতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

হবিগঞ্জে থাপ্পড়ের প্রতিশোধ নিতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

হবিগঞ্জে থাপ্পড়ের প্রতিশোধ নিতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে থাপ্পড়ের প্রতিশোধ নিতে কানাই ঋষি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শহরের নোয়াগাঁও ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ঘাতক রামপ্রসাদ ঋষি ও ভানু ঋষিকে গ্রেফতার করেছে। নিহত কানাই মাধবপুর পৌর শহরের গঙ্গানগর গ্রামের ফটিক ঋষির ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, কয়েক দিন আগে রামপ্রসাদ ঠাট্টা করে কানাইকে পাগল বলেছিল। এতে রাগের বশে রামপ্রসাদকে থাপ্পড় মারে কানাই। পরে বিষয়টি পারিবারিক ভাবে নিষ্পত্তি করা হয়। কিন্তু এর জের ধরেই আজ সন্ধ্যায় কানাই ব্রিজ এলাকায় মাতাল অবস্থায় রামপ্রসাদ ও তার সহযোগীরা কানাইকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কানাইকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ রামপ্রসাদ ও ভানু নামে দুজনকে গ্রেফতার করে।