ভারতের মিজোরাম রাজ্যের এক মন্ত্রী তার আসনে সর্বোচ্চসংখ্যক সন্তানের জীবিত বাবা বা মাকে নগদ এক লাখ রুপি পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন। এনডিটিভি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাজ্যটির ক্রীড়ামন্ত্রী রবার্ট রোমাইয়া রয়তে এ ঘোষণা দিয়েছেন। তবে সর্বোচ্চসংখ্যক সন্তান মানে কতজন, তা উল্লেখ করেননি তিনি।
জনমিতির দিক দিয়ে ছোট মিজো সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টিকে উৎসাহিত করতে রবার্ট রোমাইয়া এমন ঘোষণা দিয়েছেন। মিজোরামের ক্রীড়ামন্ত্রী এমন এক সময় এ ঘোষণা দিলেন, যখন ভারতের বিভিন্ন রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য নানা প্রচার কার্যক্রম চালাচ্ছে।
বাবা দিবসে রবার্ট রোমাইয়া ঘোষণা দেন, তার আসনে সর্বোচ্চসংখ্যক সন্তানের অধিকারী জীবিত নারী বা পুরুষকে তিনি নগদ এক লাখ রুপি পুরস্কার দেবেন। পরদিন সোমবার এক বিবৃতিতে মিজোরামের ক্রীড়ামন্ত্রী বলেন, সর্বোচ্চসংখ্যক সন্তানের অধিকারী ব্যক্তিকে একটি সনদ ও ট্রফিও দেয়া হবে।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মিজোরামের জনসংখ্যা ১০ লাখ ৯১ হাজার। রাজ্যের মোট আয়তন প্রায় ২১ হাজার ৮৭ বর্গকিলোমিটার। রাজ্যে প্রতি বর্গকিলোমিটারে ৫২ জন লোক বসবাস করে। ভারতে সর্বনিম্ন জনঘনত্বের দিক দিয়ে মিজোরাম রাজ্যের অবস্থান দ্বিতীয়। দেশটিতে সবচেয়ে কম জনঘনত্ব অরুণাচল প্রদেশে। রাজ্যটিতে প্রতি বর্গকিলোমিটারে মাত্র ১৭ জন লোক বসবাস করে।

Comments