Bangladesh News Network

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৬ রুশ নাগরিক করোনা আক্রান্ত

0 3,341

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৪৬ রুশ নাগরিক করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাতে হাসপাতালগুলো এ তথ্য নিশ্চিত করে।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট ১২১ জন কর্মী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হন। তাদের ৭৫ জন সুস্থ্য হয়ে ফেরত গিয়েছেন। এই নির্মাণ প্রকল্পের মোট ২৩১ জন রাশিয়ান কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানায় কতৃপক্ষ।

আক্রান্ত ব্যক্তিদের যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে তিনজনের শ্বাসকষ্ট ছিল এবং একজনের ফুসফুস ৭০ শতাংশ আক্রান্ত হয়েছিল।

তবে এখন সবার অবস্থা স্থিতিশীল বলে জানায় হাসপাতাল। রাশিয়ার সহায়তায় নির্মিত এ পারমাণবিক প্রকল্পে তিন হাজার ৬০০ রুশকর্মী কাজ করছেন। এর মধ্যে অর্ধেক জনবল তাদের দেশের তৈরি স্পুটনিক-ভি টিকা নিয়েছেন। টিকা গ্রহণকারী কয়েকজনও করোনায় আক্রান্ত হয়েছেন।

Comments
Loading...
%d bloggers like this: