ফুলের বিভিন্ন প্রজাতির মধ্যে বিশাল একটি অংশ জুড়ে আছে অর্কিড। এখন পর্যন্ত পাওয়া গেছে এর ২৮ হাজার প্রজাতি। এবার রাশিয়ার সাইবেরিয়ার জঙ্গলে গবেষকেরা খুঁজে পেয়েছেন নতুন জাতের বুনো অর্কিড। জঙ্গলটিতে পাওয়া মোট ১৪ ধরনের অর্কিড তালিকাভুক্ত করেছেন তারা।
নতুন প্রজাতির নাম দেয়া হয়েছে সাইপ্রিপেডিয়ামস। দেখতে অনেকটা মেয়েদের জুতার মতো বলে একে লেডিস স্লিপারও বলা হচ্ছে। এগুলো সংরক্ষণের জন্য বিশেষ পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন গবেষকেরা।
অর্কিড বিশেষজ্ঞ ইউরি পেনোভ জানান, এই হলুদ ফুলের গাছগুলো বনের মধ্যে যেনো কিছু মূল্যবান পাথর। এছাড়া সাইবেরিয়াতেও এই জাতের অর্কিডগুলো এতো বেশি পরিমাণে কোথাও দেখিনি।
সাইবেরিয়াতে পাওয়া গেছে মোট ৪০ প্রজাতির অর্কিড। বনের বিশাল একটি জায়গা জুড়ে ফুটে থাকায় বনটিকে অর্কিড ফোটার হটস্পট হিসেবে বিবেচনা করছেন গবেষকেরা।
পরিবেশবিদ আলেকজান্দ্র দুবিনিন বলেন, একটি অর্কিড ফুটতে দীর্ঘ সময় লাগে। অর্কিডের পাতা গজিয়ে উঠার পর ৩ থেকে ৪ বছর কিংবা ৫ বছর পর ফুল ফুটতে শুরু করে। এরপর প্রায় ১০ বছর সময় লাগে ফুলে পরিপূর্ণ রূপ পেতে। অর্কিড তার দীর্ঘ জীবনচক্রে প্রায় ৫০ বছর সময় নেয়।
গবেষকেরা জানিয়েছেন, মূলত নাতিশীতোষ্ণ ও উপ-গ্রীষ্মমন্ডলীয় আবহাওয়ায় জন্মে এই অর্কিডগুলো।

Comments