Bangladesh News Network

যুক্তরাষ্ট্রের জন্য নীতি পরিবর্তন করছে চীনা কোম্পানি টিকটক

ফেসপ্রিন্ট, ভয়েসপ্রিন্ট ও বায়োমেট্রিক তথ্য নেবে টিকটক

0 848

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গোপনীয়তার নীতি পরিবর্তন করছে চীনা কোম্পানি বাইটডান্সের টিকটক।

পরিবর্তিত নীতি অনুযায়ী, টিকটক অ্যাপ মার্কিন ব্যবহারকারীদের ফেসপ্রিন্ট, ভয়েসপ্রিন্ট ও বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে।

প্রযুক্তিভিত্তিক টেক ক্রাঞ্চের খবর অনুযায়ী, স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের তথ্য বায়োমেট্রিকের মাধ্যমে সংগ্রহ করবে টিকটক। তবে এ ধরনের তথ্য নেওয়ার সময় টিকটক থেকে সম্মতি বা অনুমতি নেওয়া হবে।

বায়োমেট্রিক তথ্য নেওয়ার ব্যাপারে ‘ইমেজ ও অডিও ইনফরমেশন’ নামে নতুন সেকশন চালু করা হয়েছিল। সেখানে দেখা গেছে, ‘ইনফরমেশন উই ক্যান কালেক্ট অটোমেটিক্যালি’। অর্থাৎ সংক্রিয়ভাবে আমরা তথ্য সংগ্রহ করতে পারি।

এটি টিকটকের গোপনীয়তা নীতির একটি অংশ। এরইমধ্যে টিকটক এ ধরনের নীতি বিস্তৃত করেছে।

এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে টিকটককে নিষিদ্ধ করেছিলেন। তবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এসে সে আদেশ বাতিল করেন।

Comments
Loading...
%d bloggers like this: