মোংলা প্রতিনিধিঃ বন্দর নগরী মোংলার প্রখ্যাত শ্রমিক নেতা ও মোংলা পৌর আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি মরহুম শাহজাহান শিকারীর সুযোগ্য কন্যা, মোংলা সরকারী কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি আজ মোংলা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তারদের জন্য নিজস্ব উদ্দোগে পিপিই বিতরন করেন।
এছাড়া নিগার সুলতানা সুমি শিকারী তার নিজস্ব উদ্দোগে গরীব ও দরিদ্র মানুষের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমার বাবা মরহুম শাহজাহান শিকারী তার জিবন কাটিয়েছেন মোংলার অসহায় দরিদ্র মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মাধ্যমে। আমরা তার দেখানো পথেই হাটছি। তিনি তার এ কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গিকার ব্যাক্ত করেন।
এছাড়া মোংলার বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক পূর্বাঞ্চল এর মোংলা প্রতিনিধি নূর আলম শেখ ও নিজস্ব উদ্দোগে মোংলা উপজলো স্বাস্হ্য কমপ্লেক্সে পিপিই বিতরন করেন। তিনি বলেন, ডাক্তার ও নার্সদের সুরক্ষা না থাকলে তারা জনগনকে সেবা দিতে পারবেন না, তাই তিনি সর্বপ্রথম চিকিৎসক ও তাদের সহযোগিদের নিরাপত্তার জন্য সরকারের প্রতি আহবান করেছেন।