Bangladesh News Network

মোংলায় জাতীয় শ্রমিক লীগের উদ্দোগে শেখ তন্ময় এর জন্মদিন পালন

0 8,877

বন্দর নগরী মোংলায় জাতীয় শ্রমিক লীগ, মোংলা আঞ্চলিক শাখার উদ্দোগে বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর ৩৪তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বিশেষ দোয়া ও কেক কেটে শ্রমিকদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সল্পপরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ছিলেন জাতীয় শ্রমিক লীগ, মোংলা আঞ্চলিক শাখার অন্তর্ভুক্ত বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতা কর্মীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে ছিলেন জাতীয় শ্রমিক লীগ, মোংলা আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক এ এইচ মিলন শিকারী। বিশেষ অতিথী হিসেবে ছিলেন মোংলা উপজেলা নির্মান শ্রমিক লীগের সভাপতি বাবু সদানন্দ বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি মোঃ দুলাল হোসেন, মোংলা পৌরসভা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইদ্রীস আলী, সাধারন সম্পাদক মোঃ সেলিম, মোংলা উপজেলা করাতকল শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ আবু শুক্কুর, মোংলা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রাসেল, সাধারন সম্পাদক মোঃ শাহীন আকন, মোংলা বন্দর মাঝিমাল্লা লীগের সভাপতি মোঃ স্বপন, সাধারন সম্পাদক মীর আলামীন, মোংলা ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ওহিদুল ইসলাম, মবক কর্মচারী সংঘ লীগের সভাপতি মোঃ পল্টু, মোংলা বন্দর ট্রাক শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহীন হাওলাদার, মোংলা বন্দর জাহাজী ওয়ার্কশপ কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মোংলা বন্দর শ্রমিক সংঘের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, মোংলা উপজেলা ইলেক্ট্রনিক্স কর্মচারী লীগের সভাপতি মোঃ রিপন হোসেন ও সাধারন সম্পাদক মোঃ শাহীন, মোংলা বন্দর লঞ্চ লেবার এ্যাসোশিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, মোংলা বন্দর লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মাসুমসহ বিভিন্ন সমিতি ও ক্লাবের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এ এইচ মিলন শিকারী বলেন, আগামী প্রজন্মের অগ্রনায়ক, মেহনতি মানুষের ভরসার বাতিঘর, বাগেরহাট ০২ আসনের মাননীয় এমপি শেখ সারহান নাসের তন্ময় এখন বাংলাদেশের আইকনিক ও ক্যারিশম্যাটিক নেতা। তার মধ্যে সাধারন মানুষ বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখতে পায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেখ তন্ময় এর বলিষ্ট ও বুদ্ধিদীপ্ত প্রচেষ্টায় বিশ্বের বুকে মাথা তুলে দাড়াবে আমাদের সবুজের বুকে লাল পতাকা।

তিনি সবার কাছে শেখ তন্ময় এর জন্ম বার্ষিকীতে তার এবং শেখ পরিবারের সকলের দীর্ঘায়ুর জন্য দোয়া প্রার্থনা করেন।

এছাড়া শেখ তন্ময় অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠিত করার জন্য বাগেরহাটবাসির পক্ষ থেকে শেখ তন্ময় এর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ধন্যবাদ ঞ্জাপন করেন।

Comments
Loading...
%d bloggers like this: