Home আঞ্চলিক খবর মোংলায় কালবৈশাখীর হানা, শতাধিক বাড়ী-ঘর ক্ষতিগ্রস্হ

মোংলায় কালবৈশাখীর হানা, শতাধিক বাড়ী-ঘর ক্ষতিগ্রস্হ

মোংলায় কালবৈশাখীর হানা, শতাধিক বাড়ী-ঘর ক্ষতিগ্রস্হ

অনিক চৌধুরী, মোংলা থেকে।।

বন্দর নগরী মোংলাসহ এর আশে পাশের এলাকায় রাতে ৮ টার পরে হঠাৎ করে কালবৈশাখী ঝড় হানা দেয়।
এ সময় ৬০ থেকে ৭০ কিঃমিঃ বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়। এতে গাছ পালা ও ঘর বাড়ী ক্ষতিগ্রস্হ হয়েছে বলে জানা গেছে।

এছাড়া কিছু মৎস ঘেরও ক্ষতিগ্রস্হ হয়েছে বলে ঘের মালিকরা জানান।

স্হানীয় আবহাওয়া অফিস বলেছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় মোংলা বন্দরে ২ নম্বর দূরবর্তী শতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তারা আরো জানান, এ মাসে মোংলাসহ এ অঞ্চলে এমন আরো কয়েকটি ঝড়ের আশংকা রয়েছে।