Bangladesh News Network

মরো নয়তো বাঁচো!

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি অঘোষিত ফাইনাল

0 5,003

হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় সিলেটের এ ক্রিকেটারের। খেলেছেন তিন ম্যাচ। উইকেট শিকার ২টি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ পাননি ২৬ বছর বয়সী নাসুম।

প্রত্যাশার প্রাপ্তি মেলাতে পারেননি মাহাদী। তাই বাংলাদেশের বোলিং বিভাগ আরও পোক্ত করতে তিন পেসারের সাথে এই লেফট আর্ম অর্থোডক্স স্পিনারকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে, একাদশে আর কোনো পরিবর্তন আসছে না।

ডু অর ডাই! মরো নয়তো বাঁচো। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি অঘোষিত ফাইনালে রুপ নিয়েছে। সিরিজ ১-১ সমতায় থাকায় শেষ ম্যাচ জিততেই হবে টাইগারদের। শেষ টি-টোয়েন্টিতে একটা পরিবর্তন আনছে বাংলাদেশ। অলরাউন্ডার মাহাদীর জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ।

হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় সিলেটের এ ক্রিকেটারের। খেলেছেন তিন ম্যাচ। উইকেট শিকার ২টি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ পাননি ২৬ বছর বয়সী নাসুম।

প্রত্যাশার প্রাপ্তি মেলাতে পারেননি মাহাদী। তাই বাংলাদেশের বোলিং বিভাগ আরও পোক্ত করতে তিন পেসারের সাথে এই লেফট আর্ম অর্থোডক্স স্পিনারকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে, একাদশে আর কোনো পরিবর্তন আসছে না।

বোলিং বিভাগ নিয়ে আপাতত সমাধান হলেও, আলোচনায় আছে ব্যাটিং বিভাগ। প্রথম ম্যাচে ওয়ান ডাউনে সাকিবের বদলে খেলেছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। দ্বিতীয় ম্যাচে ওয়ান ডাউনে দেখা গেছে মাহাদীকে। দু’জন হয়েছেন ব্যর্থ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তিন নম্বর পজিশনে আবারও কি সাকিব ফিরবেন? নাকি হবে ব্যাটিং অর্ডারে পর্যবেক্ষণ। সেই ভাবনা থেকেই যায়।

টেস্টের পর ওয়ানডে সিরিজ দাপটের সাথে জিতলেও টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে আটকে দিয়েছে জিম্বাবুয়ে। তৃতীয় ম্যাচ যে দল জিতবে তাদেরই হবে টি-টোয়েন্টি সিরিজ। সফরের শুরুটা জয় দিয়ে শুরু করা বাংলাদেশ শেষটাও চায় জয় দিয়ে সফর রাঙাতে।

Comments
Loading...
%d bloggers like this: