মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসে বিধিনিষেধের কারণে কয়েক হাজার ভারতীয় নাগরিক বাংলাদেশে আটকে পড়েছে। আটকে পড়া প্রায় ৩ হাজার ভারতীয় বেশিরভাগই পশ্চিমবঙ্গের বাসিন্দা। বাসিন্দারা নিজ নিজ বাড়ি ফিরতে চাইলেও রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ফেরানোর কোনো আগ্রহ নেই বলে অভিযোগ রয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইট বার্তায় লিখেছেন, ভারতের বিভিন্ন রাজ্যে আটকেপড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ফেরাতে সব রকম চেষ্টা করে যাচ্ছেন।
টুইটবার্তায় ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের আটকে পড়াদের উদ্ধার করার বিষয় থাকলেও বাংলাদেশে আটকে পড়া রাজ্যের লোকদের নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছেন না বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশে আটকে পড়া ভারতের পশ্চিমবঙ্গের এক বাসিন্দা।
তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশিরা ফিরছে। কিন্তু আমাদের ফেরার ব্যাপারে কোনো প্রস্তুতি দেখছি না। আমরা ফিরতেও পারছি না।
পশ্চিমবঙ্গের ওই বাসিন্দা আরো জানান, বাংলাদেশে এসে আটকে পড়ার পর যে টাকা পয়সা ছিল তা সব শেষ হয়ে যাচ্ছে। অনেকেরই এখন কোনো কাজ নেই। দ্রুতই নিজ দেশে নিজের বাড়িতে ফেরা জরুরি বলে জানান।
জানা গেছে, দেশে আটকে পড়া বাংলাদেশিদের সহযোগিতা করছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন।