উত্তরাঞ্চলের চামড়ার বড় একটি অংশ কেনা বেচা হয় জয়পুরহাটে। অনেক জায়গায় বিক্রি না হওয়ায় মাটিতে পড়ে রয়েছে চামড়া।
সারা দেশে অনেক কম দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। গতবারের চার ভাগের এক ভাগ দামে চামড়া বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা।
এছাড়া নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম বাজারে এবার কোরবানির পশুর চামড়ার সঠিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ বিক্রেতাদের।
ব্যবসায়ীদের দাবি, তারা সরকারের বেঁধে দেয়া দামেই চামড়া কিনছেন। কোরবানির পশুর চামড়া সংগ্রহে লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে বলে দাবি আড়তদারদের।

Comments