Bangladesh News Network

ভারতে তিন মাসের মধ্যে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত

0 1,909

গত ২৪ ঘণ্টায় ভারতে তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এসময় নতুন করে ৩৭ হাজার ৫৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১২ শতাংশ। মঙ্গলবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সবশেষ তথ্য অনুযায়ী ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭ জন এবং মৃত্যে সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭ দাঁড়িয়েছে। দেশটিতে টানা ২২ দিন ধরে ৫ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে।

গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে সংক্রমণ লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে এক দিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়।

এরপর ৪ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়। ২৩ জুন ছাড়ায় তিন কোটির মাইলফলক। আর গত ২৩ মে করোনায় মৃত্যু তিন লাখের মাইলফলক ছাড়ায়।

বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড ভারতের দখলে। গত ২২ এপ্রিলের আগপর্যন্ত এ রেকর্ড যুক্তরাষ্ট্রের দখলে ছিল।

এদিকে ভারতে এখন পর্যন্ত ৩২ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ বেশ খানিকটা স্তিমিত হয়ে এলেও কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। ভারতে সম্ভাব্য তৃতীয় ঢেউ ভয়াবহ করে তুলতে পারে করোনার নতুন রূপ ‘ডেলটা প্লাস’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

এদিকে, বিশ্বে করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫ জনের, নতুন শনাক্ত ৩ লাখ ১৪ হাজার। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ৩৯ লাখ ৪৫ হাজার।

Comments
Loading...
%d bloggers like this: