টিকার সংকট কাটছে। আর তাই বুধবার থেকে আবারো চালু হল করোনা টিকার নিবন্ধন। সুরক্ষার ওয়েবসাইট ও অ্যাপ থেকে অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরাই শুধু এ নিবন্ধন করতে পারবেন।
এদিকে, বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে সিনোফার্মের টিকা দেয়া। শনিবারের মধ্যে আসছে মডার্নার ২৫ লাখ ডোজ। একই সময়ে চীন থেকেও আরো আসবে সিনোফার্মের ২০ লাখ টিকা। এরই মধ্যে দেশে মজুদ আছে সিনোফার্ম ও ফাইজারের ১২ লাখ ডোজ।
এরফলে আবারো চালু হল টিকার নিবন্ধন। আগের মতোই সুরক্ষার ওয়েবসাইট ও অ্যাপে করা যাবে আবেদন। তবে মজুদ সাপেক্ষে অগ্রাধিকার পাবেন করোনা মোকাবিলায় সম্মুখ সারিতে থাকা ব্যক্তিরা। এছাড়াও টিকা পাবেন আগে নিবন্ধিত ১৪ লাখ মানুষ।
এদিকে বৃহস্পতিবার থেকে সিনোফার্মের টিকা দেয়া শুরু হচ্ছে সব মেডিকেল কলেজ, জেলা ও সদর হাসপাতালে। রাজধানীতে কেন্দ্র থাকছে ৪০টি। মেডিকেল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বাদ পড়া সম্মুখ সারির যোদ্ধারা গুরুত্ব পাবেন এখানে।
বিশেষ জনগোষ্ঠীর বাইরে সাধারণের জন্য টিকার নিবন্ধন কবে শুরু তা এখনও ঠিক হয়নি।

Next Post
Comments