Bangladesh News Network

বীর মুক্তিযোদ্ধাদের নামের চতুর্থ তালিকা প্রকাশ

0 1,106

বীর মুক্তিযোদ্ধাদের নামের চতুর্থ তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। চতুর্থ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধাকে। বৃহস্পতিবার মন্তণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিত করে ৮ বিভাগের ৫৫ উপজেলার মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয়েছে প্রকাশিত তালিকায়।

এতে ঢাকা বিভাগের ৯৩৮ জন চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন ও সিলেট বিভাগের ৯১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকায় পাওয়া যাবে।

এর আগে তিন ধাপে ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গত ২৫ মার্চ প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন, দ্বিতীয় ধাপে গত ৯ মে ৬ হাজার ৯৮৮ জন এবং ৭ জুন তৃতীয় ধাপে ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Comments
Loading...
%d bloggers like this: