Home জাতীয় বিএনপি জাতীয় টাস্ক ফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে: কাদের

বিএনপি জাতীয় টাস্ক ফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে: কাদের

বিএনপি জাতীয় টাস্ক ফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে: কাদের

বিএনপি জাতীয় টাস্ক ফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নিজ বাসভবনে এ কথা বলেন তিনি। এ সময় কর্মহীন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষকে খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সারা দুনিয়ায় করোনা প্রতিরোধে দলীয়ভাবে টাস্কফোর্স গঠনের কোনো নজির কোথাও নেই। এ সময় যার যার দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করে দায়িত্বশীলতার পরিচয় দেয়।

তিনি আরও বলেন, প্রত্যেক রাজনৈতিক দলেরই এ সময়ে দায়িত্বশীলতা পালন করা উচিত। কোনো দল যদি এ সময়ে সরকারকে ভালো পরামর্শ দেয় তাহলে সরকার সেটি সানন্দে গ্রহণ করবে।