Home আন্তর্জাতিক বাগানে হেঁটে করোনায় আক্রান্তদের জন্য তহবিল সংগ্রহে শতবর্ষী দবিরুল ইসলাম

বাগানে হেঁটে করোনায় আক্রান্তদের জন্য তহবিল সংগ্রহে শতবর্ষী দবিরুল ইসলাম

বাগানে হেঁটে করোনায় আক্রান্তদের জন্য তহবিল সংগ্রহে শতবর্ষী দবিরুল ইসলাম

বিএনএন টিভি, ইন্টারন্যাশনাল ডেস্কঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিট্রিশ নাগরিক দবিরুল ইসলাম চৌধুরী। তাই-তো রোজা রেখে নিজ বাগানে হাঁটছেন ১০০ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক।

শতবর্ষী এই মানুষটি নিজ বাগানে ১০০ কদম করে হাঁটছেন। গত ২৬ এপ্রিল থেকে তার প্রায় ৮০ মিটার দৈর্ঘ্যের বাগানটিতে হাঁটা শুরু করেন তিনি।

তার লক্ষ্য ছিল মাত্র এক হাজার পাউন্ড তোলা। কিন্তু মাত্র কয়েক ঘণ্টাতেই অসংখ্য মানুষ তার উদ্যোগে সাড়া দেয়। বর্তমানে এ পরিমাণটা ৭৫ হাজার পাউন্ডের বেশি হয়েছে। মানুষের উৎসাহ পেয়ে পুরো রমজান মাসজুড়েই বাগানে হেঁটে হেঁটে তহবিল সংগ্রহের কাজ চালিয়ে যেতে চান শতবর্ষী এই ব্যক্তি।

দবিরুল ইসলামের সংগৃহীত অর্থ যুক্তরাজ্য, বাংলাদেশসহ প্রায় ৫০টি দেশের করোনায় আক্রান্ত মানুষদের জন্য ব্যয় হবে।

ইতিমধ্যে দবিরুল ইসলামের এই উদ্যোগ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর আগে, যুক্তরাজ্যে নিজের বাগানের চারপাশে একশো পাক হেঁটে ব্রিটেনের স্বাস্থ্য সেবার জন্য ৩২ মিলিয়ন পাউন্ড তুলেন শতবর্ষী সাবেক সৈনিক টম মুর। তার কাজে অনুপ্রাণিত হন ১০০ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি দবিরুল ইসলাম চৌধুরী।