Home করোনা আপডেট প্রধানমন্ত্রীর নির্দেশে অধ্যাপক মুনতাসীর মামুনকে সিএমএইচ নেয়া হলো

প্রধানমন্ত্রীর নির্দেশে অধ্যাপক মুনতাসীর মামুনকে সিএমএইচ নেয়া হলো

প্রধানমন্ত্রীর নির্দেশে অধ্যাপক মুনতাসীর মামুনকে সিএমএইচ নেয়া হলো

বিএনএন টিভি, ন্যাশনাল ডেস্কঃ

কোভিড-১৯ এ আক্রান্ত ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতাল থেকে তাকে সিএমএইচে নেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার্থে খ্যাতিমান এ অধ্যাপককে সিএমএইচে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে রয়া মুনতাসীর।

এর আগে, মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক ফোকাল পারসন ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। অক্সিজেন সাপোর্ট ছাড়াই তিনি শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন।