করোনা পরিস্থিতিতে অন্যসব ইভেন্টের মতো পিছিয়ে গেছে ১৮ তম বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। একবছর পিছিয়ে যা অনুষ্ঠিত হবে ২০২২ সালে।
করোনার প্রভাবে পিছিয়ে গেছে বিশ্বের সব বড় বড় আয়োজন। টোকিও অলিম্পিকের পর এবার পেছানো হলো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আসর। প্রতি দুই বছর পর পর আয়োজনের কথা থাকলেও করোনার প্রভাবে একবছর পিছিয়ে দেয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ২০২১ সালে যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যে আয়োজন হবার কথা ছিল বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের।
কিন্তু অলিম্পিক পিছিয়ে যাওয়ার কারণে সমন্বয় আনতেই ২০২২ সালের আগস্টে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এর আগে সবশেষ ২০১৯ সালে কাতারে বসেছিল এই আসর।