পাবনা হাসপাতালের করোনা আইসোলেশন থেকে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে দিনাজপুরের হাকিমপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে আমি আমার উপজেলার করোনা কমিটির সঙ্গে কথা বলেছি। তারা ব্যবস্থা নিচ্ছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ওই গ্রামে গিয়ে তাকে উদ্ধার করি।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, পালিয়ে যাওয়া রোগীর মধ্যে এখন করোনা ভাইরাসের কোনো উপসর্গ নাই। এরপরও আমরা তার বাড়ির সবাইকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছি।
উল্লেখ্য, ৫ এপ্রিল ওই রোগী জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা নিয়ে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানার কাশিনাথপুর এলাকার দিঘলকান্দি গ্রামে শ্বশুর বাড়িতে আসেন। সোমবার ওই রোগী সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শরীরের অবস্থা দেখে করোনা ভাইরাস সন্দেহে চিকিৎসকরা তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখেন। কিন্তু শুরু থেকেই সেখানে থাকতে আপত্তি করে আসছিলেন ওই রোগী।
বুধবার বিকেলের পর হাসপাতালের সেবাকর্মীরা ওই রোগীকে আর ওয়ার্ডে দেখতে পায়নি। খোঁজাখুঁজির পর তারা বুঝতে পারেন রোগী পালিয়ে গেছেন। পরে সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জিডি করে।