দেশের বহুল আলোচিত পদ্মা সেতুর নির্মাণের কাজ বুধবার পর্যন্ত ৯৩ দশমিক ৫০ ভাগের বেশি শেষ হয়েছে। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাসভবন থেকে এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
এসময় ওবায়দুল কাদের আরো বলেন, পদ্মা সেতুর ৪১ টি স্প্যানের সবগুলো সফলভাবে স্থাপন করা হয়েছে। ২০২২ সালের জুন মাস নাগাদ সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এরপর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
এছাড়া চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজের এ পর্যন্ত অগ্রগতি শতকরা ৭০ ভাগ হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
পরে ওবায়দুল কাদের বলেন, দেশে বিদেশি বিনিয়োগের ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। এ অবস্থায় বিএনপি আন্দোলনের নামে ধ্বংসের রাজনীতি পরিত্যাগ করলে বিনিয়োগকারীরা আরো উৎসাহী ও আস্থাশীল হবে।

Comments