এলাকাবাসী জানায়, রেষ্টুরেন্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম পচু ও তার ছোট জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নাটোর শহরের বলারীপাড়া মহল্লায় একই দিনে ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। দুই ভাই করোনায় ও অপরভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (৯ জুলাই) ভোরে শরিফুল ইসলাম পচু মারা যান। এ খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে পচুর বড় ভাই বাবলু হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান।
অপরদিকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পচুর ছোট ভাই জাহাঙ্গীর মারা যান।
পচুর ছেলে লিটন হোসেন জানান, জুমার নামাজের পর তার বাবা পচু ও চাচা বাবলুর মরদেহ গাড়িখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তার অপর চাচা জাহাঙ্গীরের মরদেহ নাটোরে আসেনি বলে জানান তিনি।

Prev Post
Next Post
Comments