বাংলাদেশে এই প্রথম একজন সংসদ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত সেই সংসদ সদস্য দেশের একটি আসন থেকে নির্বাচিত হয়েছেন। শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ধরা পড়ে।
আক্রান্ত সেই সংসদ সদস্য বর্তমানে ন্যামে তার জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে আছেন বলে জানা গেছে। তিনি বিগত সংসদে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্বে ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে আক্রান্ত সংসদ সদস্যের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আক্রান্ত সংসদ সদস্যের জ্বর হওয়ায় তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকের পরামর্শে তিনি নিজ ফ্ল্যাটেই আইসোলেশনে আছেন।
জানা গেছে, তিনি ডায়াবেটিসে আক্রান্ত। তবে এই মুহূর্তে তার কাশি বা অন্য কোনো বড় উপসর্গ নেই। তার শারীরিক অবস্থা ভালো।
কীভাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।