Bangladesh News Network

দেশে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে

0 4,277

নতুন ২৫ জন যুক্ত হওয়ায় চলতি জুলাই মাসেই দেশে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। ডেঙ্গু নিয়ে জুলাইয়ের প্রথম ২২ দিনেই হাসপাতালে ভর্তি হলেন ১ হাজার ১৩ জন। গত মাসের তুলনায় যা পৌনে চারগুণ বেশি। জুনে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত ছিলেন ২৭২ জন।

ধীরে ধীরে অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন, আক্রান্তদের সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৮৫ জন। এর মধ্যে বর্তমানে সারা দেশে ভর্তি রোগী ৪১২ জন। ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪০৯ জন, আর অন্য বিভাগে ৩ জন।

তবে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালেই রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছিল। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারান। তবে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১৭৯।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ওই বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

Comments
Loading...
%d bloggers like this: