সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৭০ রান।
হারারে’তে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুতেই জিম্বাবুয়ে বোলারদের তোপের মুখে পড়ে টাইগাররা। মুজারাবানি ঝড়ে কোনো রান না করেই বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সাইফ হাসান। এ ধাক্কা সামলে উঠতে না উঠতেই দলীয় ৮ রানে মুজারাবানির জোড়া শিকারে পরিণত হন নাজমুল হোসেন শান্তশুরুতেই দুই ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা বিপাকে পড়েছে বাংলাদেশ। দলকে টেনে তুলতে হাল ধরেন অধিনায়ক মুমিনুল। তামিম ইকবালের ইনজুরির সুবাদে সুযোগ পাওয়া সাদমান ইসলাম সঙ্গী হন তার। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ৬০ রানের জুটি।
তবে ব্যক্তিগত ২৩ রানে রিচার্ড এনগ্রাভার ফাঁদে ধরা দিয়ে সাদমান আউট হলে ভাঙে এই জুটি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭০ রান তোলে বাংলাদেশ।
নতুন ব্যাটসম্যান মুশফিক ১৪ বলে ১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন। ৫২ বলে ৬ বাউন্ডারিতে ৩২ রানে অপরাজিত মুমিনুল।

Comments