চীনের হেনান প্রদেশে একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগে ১৮ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগের বয়স ৭ থেকে ১৬ বছের মধ্যে।
আহত হয়েছে অন্তত ১৬ জন। এরমধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার স্থানীয় সময় রাত ৩টার দিকে ঝেংচেং কাউন্টির, ঝেংশিং মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লাগে। তবে এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
হতাহতদের বেশিরভাগই ৭ থেকে ১৬ বছর বয়সী আবাসিক শিক্ষার্থী। তারা প্রশিক্ষণ কেন্দ্রটির দ্বিতীয় তলায় থাকতো বলে বেইজিং ইয়ুথ ডেইলি এক প্রতিবেদনে জানানো হলেও পরে তাদের ওয়েবসাইট থেকে ওই প্রতিবেদনটি সরিয়ে নেয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এক পোস্টে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেন্দ্রটি ঝেনজিং মার্শাল আর্ট সেন্টার বলে জানানো হয়, তবে তাৎক্ষণিকভাবে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
এরআগে ২০০০ সালে চীনের লুওইয়াং শহরের এক নৈশক্লাবে আগুন লেগে ৩ শতাধিক মানুষ নিহত হয়।

Comments