সওগাতুল আলম সোহাগ।। খুলনা ব্যুরোঃ আজ রাত আনুমানিক ০১ঃ৩০ মিনিটে খুলনা সদরের বানরগাতি বাজারে অগ্নিপাতের সুত্রপাত হয়।
এ নিউজ লেখা পর্যন্ত আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখায় এখন পর্যন্ত প্রায় কাচা বাজার, মাছ বাজার ও মুদি বাজারের অংশের শতাধিক দোকান ভস্মিভূত হয়েছে।
এখানে ফায়ার সার্ভিসের ০৪ টি ইউনিট আপ্রাণ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিটকে বানর গাতি বাজারের আগুন নিভানোর কাজে সহযোগিতা করার জন্য ডাকা হয়েছে। স্হানী জনতা ও প্রশাসন সেখানে আগুন নিভানোর কাজে যে যেভাবে পারছে, সেভাবে সহযোগিতা করছে।