Home আঞ্চলিক খবর কোটালীপাড়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

কোটালীপাড়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

কোটালীপাড়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

স্টাফ রি‌পোর্টার:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিউটন বাড়ৈ (৪৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী নিউটন বাড়ৈ কলাবাড়ী গ্রামের নিশিকান্ত বাড়ৈর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নিউটন বাড়ৈ পুকুর খনন করার জন্য ভেকু মেশিন নিয়ে দুপুরের দিকে বৈকুন্ঠপুর বিলে যাচ্ছিলেন। এ সময় ভেকু মেশিনের নিচে পড়ে বৈকুন্ঠপুর গ্রামের বিজয় বাগচীর ছেলে কমলেশ বাগচীর কিছু পাকা ধান নষ্ট হয়। এ নিয়ে নিউটন বাড়ৈর সাথে কমলেশ বাগচীর কথা কাটা কাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে কমলেশ বাগচী ও তার দু’ভাই বিপুল বাগচী এবং বিনয় বাগচী মিলে নিউটন বাড়ৈকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে চলে যায়।

পরবর্তীতে এলাকাবাসী আহত অবস্থায় নিউটন বাড়ৈকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়ীতে আনার পর নিউটন বাড়ৈ শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে পরিবারে লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

এ ঘটনার পরপরই কমলেশ বাগচী ও তার ভাইয়েরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

কোটালীপাড়া থানার ওসি লুৎফর রহমান বলেন, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকার অবস্থা এখন শান্ত রয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।