ইরফান খানের পর ঋষি কাপুর। চলে গেলেন বলিউডের আরও এক দাপুটে অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। অমিতাভ বচ্চন ট্যুইটে ঋষি কাপুরের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
আবার গুরুতর অসুস্থ হওয়ায় বুধবার রাতে মুম্বইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করতে হয় ঋষি কাপুরকে। নিউইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের চিকিত্সা করিয়ে, গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন বর্ষীয়ান এই বলিউড অভিনেতা।
তার ভাই রণধীর কাপুর জানিয়েছিলেন, ঋষি ভালো নেই। তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্ত্রী নীতু কাপুর স্বামীর পাশে রয়েছেন।
চিকিত্সকের পরামর্শেই বুধবার ঋষি কাপুরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে তিনি জানিয়েছেন।