Bangladesh News Network

উজানের ঢলে বাধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত

আগামী ৭ দিন ভারি বৃষ্টি, হতে পারে আকস্মিক বন্যা

0 4,840

বৃষ্টি-উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর বাধ ভেঙেছে তিন জায়গায়। এতে তলিয়ে গেছে ১০টি গ্রাম। শেরপুরে ৫০ গ্রামে ঢুকেছে পানি। টানা বর্ষণে জলাবদ্ধ ময়মনসিংহের দুই উপজেলা।

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানি ঢুকে পড়েছে ফেনীর লোকালয়ে। বেড়েছে মুহুরী ও কহুয়া নদীর পানি।

বৃহ্স্পতিবার নদীর পানি বইতে থাকে বিপৎসীমার ১১০ সেন্টিমিটার ওপরে। অতিরিক্ত চাপে মুহুরী নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ১০ গ্রাম। টানা বৃষ্টিতে ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে, পরশুরামের সাতকুচিয়া ও জয়পুর এলাকার বাঁধে দেখা দেয় ভাঙন। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, ফসলের মাঠ। ভেসে গেছে পুকুরের মাছ।

ময়মনসিংহে টানা বর্ষণে প্লাবিত ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার ৩০ গ্রাম। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কৃষিজমি।

একই অবস্থা শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ি ও সদর উপজেলার। বৃষ্টি ও পাহাড়ি ঢলে মহারসী, ভোগাই নদী ও ব্রহ্মপুত্রের পানি বেড়েছে। প্লাবিত হয়েছে পৌরসভার ২০টি গ্রাম।

Comments
Loading...
%d bloggers like this: