কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নীল ফাইনাল সত্য হওয়ার পথে। কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচে জয়ে, সেই স্বপ্নের ফাইনাল এখন মাত্র একধাপ দূরে।
ব্রাজিল-আর্জেটিনা ম্যাচের একটি মুহূর্ত। পুরানো ছবি
ব্রাজিল-আর্জেন্টিনা এখনো বিশ্ব ফুটবলের পরম কাঙ্খিত এক ম্যাচ। যে ম্যাচে ফুটবল দুনিয়া ভাগ হয়ে যায় দুই ভাগে। কোপা আমেরিকায় প্রতি আসরেই সম্ভাবনা থাকে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখার। গেল আসরেও দুই পরাশক্তির সাক্ষাত হয়েছিলো। সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় ব্রাজিল।
এবারো সেই সুযোগ আসছে। তবে সেমিফাইনালে না। দু’জনই দোর্দণ্ড প্রতাপে নিশ্চিত করেছে সেমিফাইনাল। সেমিতে নিজ নিজ ম্যাচে জয় পেলেই দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের ফাইনাল।
প্যারাগুয়েকে শ্যুট আউটে হারিয়ে টানা দ্বিতীয় আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে পেরু। গেল আসরের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে এবার সেমিতেই। টানা দ্বিতীয় শিরোপার পথে এগিয়ে যেতে মঙ্গলবার (৬ জুলাই) সকালে ব্রাজিল মুখোমুখি হবে পেরুর।
পরের দিন সকালে আসরের দ্বিতীয় সেমিফাইনাল। দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসির দল মুখোমুখি হবে ২০০১ সালের চ্যাম্পিয়ন কলম্বিয়ার। সবশেষ ২০১৬ আসরে সেমিফাইনাল খেলেছিলো কলম্বিয়ানরা। সেবার চিলির কাছে হেরে শেষ হয় তাদের আসর।

Next Post
Comments